অপমানের বদলা নিতে শেখো ।। Best Motivational Speech In Bangla

যখন তোমাকে কেউ খুব অপমান করবে তোমাকে সবার সামনে ছোট করবে তোমাকে নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করবে তোমার কোন দুর্বলতার জন্য তোমার খিল্লি ওড়াবে তখন সেই মুহূর্তে তার মুখের উপর কিছু বোলো না জানি খুব রাগ হবে কিন্তু রাগকে মনের ভেতর লুকিয়ে রেখে তাকে একটা সুন্দর হাসি দিয়ে সেখান থেকে চলে এসো হয়তো অপমানে তোমার কান্না পাবে কিন্তু তার সামনে কেঁদো না শুধু তাকে বলে এস থ্যাংক ইউ আর বাড়ি ফিরে আয়না সামনে দারাওনি বার যত কাদার একেবারে কেঁদে না ।


কারণ তোমার সময় বদলাতে চলেছে এরপরে আর কোন কান্না থাকবেনা থাকবে শুধু বুকের ভিতর জালা আর চোখে আগুন নিজের চোখে চোখ রেখে সেদিন তুমি নিজেকে কথা দিয়েও আমারও সময় আসবে আর একটা ডাইরি বের করে তাতে আজ থেকে পাঁচ বছর পরে ডেট লেখক আর সাথে রেখো আমার যোগ্যতার বিচার হবে এই দিনে এবার সেই পাতাটাকে চোখের সামনে নামিয়ে রাখুন যাতে একদিনের জন্যও তোমার চোখের আগুন না নেবে যাতে তোমার মনের জ্বালা একদিনের জন্যও কম না হয় মনে রেখো ।



সেই মানুষই ওপরে ওঠে যা তলায় আগুন লাগানো হয় আর আজকের এই অপমানের তোমাকে কালকে সফলতা শিখরে পৌঁছে দেবে যা এতদিন কোনো মোটিভেশনাল ভিডিও কোন ইনস্পিরেশনাল বই করতে পারেনি তাই অপমানের আগুন করে দেখাবে আজ শুরু হবে তোমার নিজের সাথে নিজে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ প্রতিদিন নিজেকে আরো একটু উন্নত করার যুদ্ধ স্বপ্নের জন্য রাতের ঘুম কে সাইজ করার যুদ্ধ নিজেকে বাঁচানোর জন্য অন্যদের থেকে কাজ করার যুদ্ধ যুদ্ধের সময় প্রতিমুহূর্তে তোমার ভেতর জ্বালানির কাজ করবে অন্যের করা অপমান সেই কথাগুলো ততক্ষণ তোমাকে বসে থাকতে দেবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের লক্ষ্যে পৌঁছতে পারছ বারবার তুমি পড়বে আবার উঠে দাঁড়িয়ে চলতে শুরু করবে আবার পড়বে আবার উঠবে ।



কিন্তু তোমার নিজেকে উন্নত করার যুদ্ধ থামবে না আজ থেকে পাঁচ বছর পরে তোমার শহরের সবচেয়ে বড় অডিটোরিয়ামে একটা সেমিনার হবে যে মানুষটা তোমাকে পাঁচ বছর আগে অপমান করেছিল তাকে তার এক বন্ধু সেই সেমিনারে নিয়ে আসবে সেই শহরের সবচেয়ে সফল ব্যক্তির সাথে সেঁটে বসে অপেক্ষা করবে সেই মানুষটাকে একবার দেখার জন্য হাজার মানুষের আত্মা লিস্টে যে এসে দাঁড়াবে তুমি মাইক্রোফোন হাতে নিয়ে নিজের লাইফ স্টোরি শোনাবে কিভাবে নিজের সাথে যুদ্ধ করে তুমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সেই অপমান করা মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলে তুমি শেষ করবে থ্যাঙ্ক ইউ স্যার আপনাকে অশেষ ধন্যবাদ সেদিন আপনি আমাকে অপমান করে আমার যোগ্যতা দেখিয়েছিলেন উল্টোদিকে দর্শক আসনে বসে সেই মানুষটা নিজের অজান্তেই কখন অন্য সবার সাথে উঠে দাড়িয়ে তোমার জন্য হাততালি দিতে শুরু করবে অপমানের প্রতিশোধ এর থেকে বড় জবাব দিবা হতে পারে ।

Post a Comment

3 Comments

please not spaming!!!!!!