এখনই আপনার ক্যারিয়ার তৈরি করুন ।। Build your Career Now Bangla Motivation

আজ আমি হারিয়ে বাঘ আজ নিজের বিরুদ্ধে দাড়ায় ইচ্ছে নেই আমার আই পি এস অফিসার হওয়ার বিসিএস অফিসার হওয়ার ইচ্ছে নেই সায়েন্স ইঞ্জিনিয়ারিং জব করছে চারিদিক থেকে এটা করো ওটা করো জব না পেলে জীবনে কিছু করতে পারবে না সম্মান কামানোর জন্য আইপিএস অফিসার হতে হবে বিসিএস অফিসার হতে হবে চাইছি না আমি এদেরকে অসম্মান করতে চাইছি সেটা হলো ।


একটা প্রশ্ন তুমি নিজেকে আমি চাই তোমার মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে জীবনে কিছু করতে পারবে না সেই সমস্ত ভাবনা চিন্তা করার জন্য তুমি তোমার স্বপ্ন পূরণ করাটা একটা কথা মনে রাখবে অন্ধকার ভবিষ্যৎ সহজ হতে পারে যদি তুমি ভালো হতে চাও তাহলে নিজের বানানো কারণ জীবনটা তোমার তোমার খারাপ সময় যখন আসবে তখন তারা কেউ তোমার পাশে থাকবে না কেউ দেখতে আসবে না তুমি কোন দুঃখে আছি তোমাকে নিতে হবে সেই সময় নেই তাই আজ শুধু তোমার মনের কথা শুনে তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও যেটা তুমি চাও তুমি সেটাই করো কারণ এটা তোমার জীবন তাদের নয় যারা তোমাকে ভাষণ দিচ্ছে জানো তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে ।




তোমার কি স্বপ্ন আছে তুমি ভবিষ্যতে কোন রূপে নিজেকে সাজাতে চাও সেটা শুধু তুমিই জানো তাই আজ অন্যদের কথা এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে বের করো শুধু নিজের মনের কথা শুনুন এখানে অন্যদের থেকে আলাদা হতে গেলে তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেকের সাধু ছাড়তে হবে কারণ সাফল্যের দাম সবাই যোগাতে পারে না তাইতো তারা গাধার মত একজোট হয়েছে কিন্তু তুমি যদি সিংহ হতে চাও তোমাকে গাধার দল ছাড়তে হবে তুমি ।



যদি ঈগল হতে চাও তোমাকে আকাশ ছুঁতে হবে অন্যদের মতো আকাশ নিচে থেকে দেখলে হবে না সেটা কিছু হওয়ার ক্ষমতা আছে তোমার শুধু সেই ক্ষমতাটা তোমাকে বের করে আনতে হবে এই ভয়ে ভরা দুনিয়ার মধ্যে থেকে তুমি আজ কাউকে ফলো করুন নিজের লক্ষ্য নিজেই বানান কারণ আজ তোমার একটা ভুল পদক্ষেপ তোমার জীবনকে নষ্ট করতে পারে তাই যেটা তুমি চাও সেটাই তুমি করো তোমাকেই লড়তে হবে এটাকে বরদা থেকে কারণেই জীবনটা তোমার তাদের তোমারি ক্ষমতা আছে এটাকে বদলানো তুমি পারো এটাকে বলদামি 

Post a Comment

0 Comments