বন্ধুরা একবার এক শিকারী জলের উপরে ও হাঁটাচলা করতে পারে এরকম একটি কুকুরকে নিল তারপর এই কুকুরটাকে সেনিজ এর বন্ধুদের দেখানোর জন্য ব্যাকুল হয়ে উঠলো সে ভাবল এই অসাধারণ কুকুরটাকে বন্ধুদের দেখালে তারা অবাক হয়ে যাবেন এবং সকল প্রশংসা করবে তাই সে তার এক বন্ধুকে নিমন্ত্রণ জানানো এবং কিছুক্ষণের মধ্যেই সে তার বন্ধুদের সাহায্যে অনেক মেরে ফেলল তারপর সে তার কুকুরটাকে গুলো তুলে আনার নির্দেশ দিলেও শোনার জন্য দৌড় লাগালো ভেবেছিল যে জলের উপর দিয়ে দৌড়াতে দেখে তার বন্ধু নিশ্চয় কুকুরটাকে প্রশংসা করবে ।
কিন্তু কোন কথাই বলল না বাড়ি ফিরে আসার সময় সে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো যে সেটা লক্ষ্য করেছে কিনা তখন তার মধ্যে একটা গুণের অভাব বোধ করেছে এই কথা শুনে অবাক হয়ে যাই তাই সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে যে কোন গুণের অভাব বোধ করেছে তখন তার বন্ধু জানাই যে ওই কুকুরটা অন্যান্যদের মত জলে সাঁতার কাটতে পারে না এই গল্পটা আমাদের একটা গভীর শিক্ষাদান করে পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা ভালো ভালো জিনিসের মধ্যেও খুঁজে বার করে কিছু মানুষ আছে যারা শুধু চাঁদের দেখতে পাই কিছু মানুষ আছেন যারা কেবল গোলাপের কাটা দেখতে পাই আপনিও নিজের জীবনে এরকম অনেক মানুষ দেখা পাবেন আপনি তাদের যতই খুশি করার চেষ্টা করুন না কেন তারা কখনোই খুশি হয় না ।
আমরা সকলের সাথে হাসিখুশি হয়ে ভালোভাবে জীবন কাটাতে চাই কিন্তু কিছু মানুষ আছেন যারা অকারণে আমাদের খারাপ চাই আমরা তাদের কোনো রকম ক্ষতি না করলেও তারা আমাদের ক্ষতি চাই একটা কথা সবসময় মনে রাখবেন যারা আমাদের ক্ষতি চাই আমাদের খুঁজে বের করে তারা আমাদের স্থানে পৌঁছাতে পারবে না বলেই এরকম কাজ করে তারা কিছুতেই আপনার মত হয়ে উঠতে পারবে না তাই তারা আর ক্ষতি করার চেষ্টা করে সেজন্যই পৃথিবীতে সবাইকে খুশি করার চেষ্টা করবেন না আপনার যা ভালো লাগে ঠিক বলে মনে করেন আপনি তাই করুন যারা পছন্দ করে তারা তো সৃষ্টিকর্তার করে এটাই কিছু মানুষের স্বভাব এক ব্যক্তি খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল সেই সময়ে দুই বন্ধু যাচ্ছিল এক বন্ধুকে বলল দেন ভাই এই ব্যক্তি অপূর্ব বাঁশি বাজাচ্ছে বাঁশি শুনে মনটা খুশিতে ভরে গেল আমি মুগ্ধ হয়ে গেলাম তখন অন্য বন্ধু বলল আবার কি বাঁশি বাজাবে পাশের চায়ের দোকানে বসে সব সময় চার বিড়ি খাওয়া ভালো বাঁশি বাজাবে এবার আপনি বলুন বাড়ির মধ্যে সংযোগ আছে ।
যে ব্যক্তি চা বিড়ি খাই সে কি ভাল বাসি বাজাতে পারে না কিছু মানুষের সবই হলো খুঁজে খুঁজে বার করা কি করে তাদের সকলের সামনে ছোট করা যায় এ সমস্ত মানুষ কখনো জীবনে সফল হতে পারে না এরা কখনোই কারণ মধ্যে ভালো কিছু খুঁজে পাই না তার প্রতিটা মানুষের জীবনে এরকম ব্যক্তি দেখান আপনিও নিশ্চয়ই এরকম কিছু ব্যক্তিকে আপনার জীবনে পাবেন যা আপনার পিছনে ফেলে আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে এরা আপনার প্রতিটা কাজের করে এদের সামনে নিজেকে প্রমাণ করার কোন প্রয়োজন নেই এদের কাছে নিজেকে সঠিক প্রমাণ করার কোন প্রয়োজন নেই কেননা আপনি যতই চেষ্টা করুন না কেন এই ধরনের মানুষ সবসময়ই আপনার ক্ষতি চাইবে এবং ক্ষতি করবে যদি আপনি মানুষের কথায় বেশি মনোযোগ দেন তাহলে জীবনে আপনি যা করতে চান তা কখনো করে উঠতে পারবেন না একটা প্রবাদ তো আপনারা সকলেই জানেন সেটা এখন গানের মাধ্যমেই আপনি শুধু নিচের লক্ষণ এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন না প্রশংসা করছে তাতে মনোযোগ দেবেন না বাড়িতে আসার পর নতুন বউ প্রথমবার রান্না করছে তাই খুব ভয়ে ভয়ে রান্না করছে রান্না হওয়ার পর খাবারটা শাশুড়িকে খাবারটা খেলে খুব বেশি হয়ে গিয়েছিল তিনি বললেন তুমি রান্না করেছো বাড়ি থেকে কিছু নেই ।
এরকম খাবার কিভাবে মুখে নেবে তখন ভয় পেয়ে গেল সে আবার না করলো এবং খুব ভয়ে ভয়ে কান্না করলো 5 বালতি থেকে যায় যে আমার শাশুরিকে যখন ছিল তখন জিজ্ঞাসা করল আজকে রান্না কেমন হয়েছে তখন তার শ্বাশুড়ি বললো দারুণ আঁকা হয়েছে কিন্তু কালকে খেলে বেশি লেট হয়েছিল কেন আর যখন তুমি এত ভাল রান্না করলে তাহলে গতকালকের রান্না কত খারাপ হলো কীভাবে এবং সেটা নিয়ে পুনরায় পতাকা করতে শুরু করে দিলেন কিন্তু আছে ভালো কাজ হয়েছে তাতে মনোযোগ না দিয়ে তিনি গত কালকের খারাপ হওয়াতে মনোযোগ দিলেন এই ধরনের মানুষ সব জায়গাতে আছে আপনি তাদের যতই খুশি করার চেষ্টা করো না কেন তাদের মত মানুষদের আপনি খুশি করতে পারবেন না তারা কখনো অন্যের প্রশংসা করতে পারে না এখানে ভালভাবে বোঝার জন্য শাশুড়ি এবং নতুন বইয়ের গল্প উদাহরণ হিসেবে বলা হলো এই গল্পটা যেকোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য তাই যদি আপনি সঠিক পথেই নিজের কাজ করেন তবে একসময় পুরো পৃথিবী নিশ্চয়ই আপনার কাজের প্রশংসা করবে আর কিছু মানুষ সকলেরই করে তারা এ কাজ করে যাবে তাই এরকম মানুষদের প্রতি আমাদের মনোযোগ দেয়া বন্ধ করতে হবে ।
0 Comments
please not spaming!!!!!!