এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অসফল তারা অসফল এই জন্য নয় যে তাদের মধ্যে সামর্থের অভাব রয়েছে তারা অসফল এই জন্য নয় যে তাদের মধ্যে দক্ষতার অভাব রয়েছে তারা অসফল কারণ তাদের মধ্যে নিজের জীবনে আসা প্রতিকূলতাকে জয় করার মানসিকতার অভাব রয়েছে ঝড় উঠবে ।
সেটা তোমাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেবে না তুমি পড়ে যাবে আর শুধু তুমি নয় জীবনে আসার ঝড় গুলো তোমাকে আমাকে আমাদের প্রত্যেককে কখনো না কখনো ধরাশায়ী করে দেবে ব্যর্থতার অন্ধকারে বসে আলোর আশা করে কোন লাভ নেই কোন আলো নিজে থেকে তোমাকে আলোকিত করতে তোমার কাছে আসবে না তোমাকে উঠতে হবে দৌড়াতে হবে আর নিজেকেই আলোর দিশা খুঁজে নিতে হবে অন্ধকার সুড়ঙ্গের যত গভীরে থাকো না কেন তার শেষ সব সময় ভালই হয় ।
কিন্তু আলো কখনোই সুড়ঙ্গের সেই অন্ধকার কোনায় এসে পৌঁছয় না আমাদেরকে কষ্ট করে সুড়ঙ্গের বাইরে বেরোতে হয় তুমি একমাত্র পারো নিজেকে অসফলতার অন্ধকার থেকে বাইরে বের করে আনতে নিজের মধ্যে এটা ভালো করে নাও যে অপেক্ষা করে কোন লাভ নেই কেউ আসবে না কেউ আসবে না তোমাকে অসফলতার অন্ধকার থেকে উদ্ধার করতে কেউ আসবে না তোমাকে হাত ধরে আলোর দিশারী নিয়ে যেতে তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমাকেই আলোর পথে প্রথম পদক্ষেপটা রাখতে হবে তোমাকে এগোতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে ততক্ষণ যতক্ষণ না সফলতার আলো তোমার শরীরে লাগছে এগিয়ে যেতে হবে ততক্ষণ যতক্ষণ না লক্ষ্য পূরণের মিষ্টি বাতাস তোমাকে স্পর্শ করছে ।
তোমাকে আজ একটা জিনিস বুঝতে হবে যে ফিনিশিং লাইন এসব আনন্দ লুকিয়ে নেই আর নাতো আছে অন্যের উপর ডিপেন্ড করে জীবন কাটিয়ে দেওয়াতে জীবনের আসল আনন্দ লুকিয়ে রয়েছে হেরে যাওয়ার পরেও আবার ঘুরে দাঁড়ানোর জীবনের আসল আনন্দ লুকিয়ে রয়েছে সংঘর্ষ করে সামনের দিকে এগিয়ে চলার মধ্যে যে চলার পথে তুমি একাই একশো যে চলার পথে তুমি অপ্রতিরোধ্য চলার পথে তুমি এক বীরযোদ্ধা অনেক অপেক্ষা করেছে আর নয় এবার ওঠো আর এগিয়ে চলো নিজের স্বপ্নের উদ্দেশ্যে আর কতক্ষণ থেমো না যতক্ষণ না সফলতা রাখতে পারছিলাম ।
0 Comments
please not spaming!!!!!!