সাফল্যের সত্য ।। Truth Of Success Bangla Motivation

যেটা সবাই চায় পৃথিবীর সব মানুষ এটাকে পাওয়ার স্বপ্ন দেখছে সকালে মানুষের কাছে অপমানিত হয় নানান ধরনের কথা শুনে আবার রাতে সকলের স্বপ্ন দেখছেন সাফল্য কোন স্বপ্ন নয় সাফল্য কোনো ভবিষ্যৎ নাই সাফল্যকে অর্থ দিয়ে মাপা যায় তবে প্রত্যেক মানুষ এটাকে আপন করতে চায় তাদের কষ্ট মেটানোর জন্য তাদের ক্ষমতা দেখানোর জন্য জানি তুমিও চাও এটা কিন্তু তুমি কি জানো এটা কে পাওয়ার জন্য তোমাকে নিজেকে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে কতটা পরিশ্রম করতে হবে ।


কত কিছু ত্যাগ করতে হবে কত কষ্ট সহ্য করতে হবে যখন বুঝবে না তোমার লক্ষ্য রেখে তারা চাইবে তোমাকে তাদের সাথে নিয়ে যেতে চাইবে তোমার স্বপ্নকে ভাঙতে ভাঙতে সক্ষম হবে না তবু এই কষ্টটা তুমি আমার স্বপ্নকে একটু একটু করে জ্বলতে থাকবে পরিশ্রম যায় না রাতে আমাকে পড়তে হবে সেই পরিষদের 18 ঘন্টা সেই প্রিয় কাছে উৎসর্গ করতে হবে আর আমকে বলে যেটা সবাই করতে চায় হতে পারে এই দাগটা তোমার কোন প্রিয় খাবার হতে পারে এটা কোন কোম্পানি হতে পারে এইটা একটা বন্ধু বান্ধবী হতে পারে ।



এটা একটা সোশ্যাল লাইফে কিংবা হতে পারে একটা তোমার প্রিয় মানুষের তোমাকে করতে হবে এই সমস্ত ত্যাগ সাফল্যকে পেতে চাইছে চাইছে তোমাকে কষ্ট দিতে চাইনা তোমাকে দাঁড়িয়ে রয়েছো তুমি আরো এগিয়ে যাচ্ছে বুঝবে না এই যন্ত্রনা কেউ হয়তো অনেকে বলবে না অনেক সহজ হবে না ঠাট্টা করবে তাও তুমি কষ্ট গুলোকে নিয়ে যখন তোমার বন্ধুবান্ধবদের সাথে নিয়ে যেতে চাইবে কিন্তু তুমি জানো তোমার সাফল্যের জন্য লড়াই এখনো শেষ হয়নি তাই তুমি আবারো নিজের জমিতে পরবে বন্ধুরা বলতে থাকবে স্বার্থপর-বেঈমান আরো কতকিছু তাও তুমি নিজের কাজে মগ্ন থাকবে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সাফল্য অর্জন করার জন্য যখন তোমার শরীর ক্লান্ত হয়ে পড়বে ।



আর তোমার সামনে বিছানা তোমাকে ডাকবে অবস্থান থেকে এক নিমিষে শেষ করে আবার নিজের কাজে নেমে পড়বে সেই স্বপ্নের লক্ষ্যে এই সাফল্যের লক্ষ্যে যখন তোমার প্রিয় মানুষটি তোমার কাছ থেকে সময় যাইবে একটু ভালোবাসা চাইনি তাও তুমি তোমার সময় নিজের কাজে দেবে নিজের সেই কাজে যেটা বদলাবে একদিন সাফল্যে তখন তোমাকে ট্যাগ করতে হবে তোমার সেই প্রিয় মানুষটি কি তোমার বন্ধুবান্ধবকে তোমার কম্পর্ড জনকে তারপর যখন সবাই তোমাকে পাগল ভাবতে লাগবে তোমার সাথে থাকবে তোমাকে এক ঘরে করে দিতে চাইবে তখনই তোমার পরিশ্রমকে তুমি নিজের সাথে এভাবে যে তোমাকে একা অনুভব করাবে না সে প্রতি মুহূর্তে তোমার সাথে রটে যাবে সেই সাফল্যকে পেতে তোমার কষ্টই তখন তোমার অস্ত্র হবে তোমার যন্ত্রণায় তোমাকে পথ দেখাবে আর ঠিক তখনই সাফল্য পিছন থেকে এসে তোমাকে ডাকবে আর তুমি তাকিয়ে দেখবে সাফল্য কেউ পিছনে ফেলে এসেছ ।



আর তোমার সামনে তুমি দেখতে পাবে তোমার বন্ধু-বান্ধব প্রেমিক-প্রেমিকা বাবা-মা আরে পুরো দুনিয়া তোমার জন্য হাততালি দিচ্ছে হয়তো সেদিনও কেউ বুঝবে না তোমার পিছনে ফেলে আসা কষ্ট আর ত্যাগের মূল্য হয়তো সেদিনও ভাবতে পারে অনেকে তোমার সাফল্যকে অনেক সহজ আর তাইতো আজও অনেকে এটাকে সহজে মনে করছে কিন্তু এটা সহজ নয় যদি সত্যি তুমি এটাকে পেতে চাও তোমাকে এর দাম যোগাতে হবে তুমি জানো তুমি জানো কিভাবে পেতে পারো তুমি সাফল্য আর কোন দিনের অপেক্ষা ভেরিয়েবল তোমার সাফল্যের খোঁজে ।

Post a Comment

0 Comments