যখন জীবন আপনাকে কষ্ট দেয় ।। When Life Hurts You Bangla Motivation

কষ্ট এটা এক ধরনের ছায়া আমাদের জীবনের যেটা আমাদের সাথেই থাকেন যখন এটা আমাদের সাথে থাকেনা তখন ভেবে নিতে হবে এটা সেই জীবন নয় যেটা আমরা চাই ঠিক যেমন একটা মানুষ মৃত্যুকে কেন্দ্র করে তুমি তার দিকে এগোতে থাকবে আর তোমার পিছনে ছায়া ঠিক ততটাই বড় হতে থাকে ঠিক তেমনি তুমি তোমার জীবনে যত এগোবে তোমার কষ্ট জ্বালা যন্ত্রণা আরও বাড়তে থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না ।



তুমি সেটাকে অর্জন করছো আজকে তোমার জীবন দুঃখে ভরা হতে তাহলে এর পুরো কৃতিত্ব তুমি কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারোনা তুমি আজ যে জায়গাতে দাঁড়িয়ে আছে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো সেটা খারাপ হোক ভালো হোক যাইহোক সেটা পুরোপুরি তোমার জন্যই সম্ভব হয়েছে তুমি তোমার জীবনের কোন খারাপ কারো ঘাড়ে চাপিয়ে দিতে পারো না সেটা সম্পূর্ণ তোমার জন্যই সম্ভব হয়েছে আর তুমি সেটাকে বদলাতে পারো নিজেকে কোনদিনও সবজান্তা মনে করবে না না হলে একদিন তোমার জীবনের লক্ষ্য সেই আলোর বিন্দুর পাশ দিয়ে অতিক্রম করে চলে যাবে নিজেরই ইগো কে সাথে নিয়ে আর সেই কদমতলার আগে তোমার ছায়ার কদম আগে পড়বে আর ততই অন্ধকারের মধ্যে প্রবেশ করতে থাকবে ।


তখন তুমি তোমার ছায়া খুঁজে পাবে না যেদিকে তাকাই সেদিকে অন্ধকার বলে মনে হবে কারণ তোমার তোমাকে বঞ্চিত করেছে সেই আলোর জগত থেকে তাই জীবনে সর্বদা একজন শিক্ষক একজন শিক্ষার্থীর চেষ্টা করবে যে প্রতিদিন কিছু শিখবে প্রতিদিন ক্ষেত্রে নিজের সমস্যা নিজের জ্বালা-যন্ত্রণা কি নিজের পিছনে রাখবে আর সামনে থাকবে শুধুই নিজের লক্ষ্য যতই বাধা আসুক না কেন শুধু সেটাকে অনুসরণ করবে জীবনের লক্ষ্য খেতে গেলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে অনেক কথা শুনতে হবে কিন্তু একবার যদি করেও তুমি তোমার ঘারের উপরের দিকে এগিয়ে যাও কিছুদিনের জন্য ভোট পাবে তবে সেটা কিছুদিনের জন্য তখন কষ্ট তোমার মধ্যে থাকবেন তোমাকে ঘিরে থাক আর হয়তো তুমি এই জায়গা থেকে কোনদিন বের হতে পারবে না ।



তুমি অনেক কষ্টে আছো অনেক কথা শোনাচ্ছে তোমাকে কিছু করতে পারছ না বলে অনেকে শোনাচ্ছে তোমার দুঃখটা বুঝতে পারছে না বলে তোমার মনে হচ্ছে আজ সবাই তোমার বিরুদ্ধে তোমার মনে হচ্ছে পারবে না তুমি কোনদিনও বিজয়ী হতে এই যে এই যুদ্ধটা শুধু তোমার যেটা তুমি শুরু করেছ এটা একটা যুদ্ধক্ষেত্র এখানে হয় তুমি মরবে নয় তুমি ধরবে ছেড়ে যেতে পারবে না মাঝ পথে যদি গড়তে চাও নিজেকে যদি করতে চাও নিজেকে তবে তৈরি হও নিজের কষ্ট নিজের রেখে একটা জোরদার মন্দির দেখাও এই যুদ্ধকে তুমি হাতের মুঠোয় করে না নিজেকে অন্ধকার কে পিছনে ফেলে তুমি নতুন ভোর কে আসতে দাও আলোকে তুমি আসতে দাও ।

Post a Comment

0 Comments