এই একটা গল্প আপনার জীবন বদলে দেবে ।। You Think Big You Get Big Bangla Motivation

যতদিন কোন ব্যক্তি তার ভাবনার পরিষদকে না বাড়াতে পাচ্ছে ততদিন সে জীবনে বড় কিছু করতে পারবে না আপনি মন থেকে যা পেতে চান আসলে জীবনে আপনি সেটাই পেয়ে থাকেন অনেকেই বলেন আমরা তো অনেক কিছুই খেতে চাই কিন্তু পাইনা কোন কিছু পাওয়ার জন্য সামান্য ইচ্ছা থাকা আর কোন কিছু পাওয়ার জন্য মনে যে থাকা এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটাই আছে আর এক ব্যক্তি সেই ইচ্ছাটা কে নিজে জীবনের লক্ষ্য বানিয়ে যখন সমস্ত শক্তি দিয়ে তার পিছনে রীতিমতো পড়ে থাকে তখন নিশ্চিত ভাবেই সে ওই জিনিসটা লাভ করে কখনো নিজেকে কারো থেকে কম অথবা দুর্বল ভাববেন না আপনি যা যা করতে চান ।



সেই সমস্ত করার ক্ষমতা আপনার আছে কখনো নিজের অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি কে দোষ দেবেন না যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তবে পরিস্থিতি ও বদলাতে পারবেন আপনার যেহেতু আপনার পরিস্থিতি বদলাতে পারে অনেকেই বলেন ওকে অনেক কথাই বলা যায় কিন্তু কাজে করে দেখানোই কঠিন আসলে এখানে সমস্যা এই যে আপনি ভাবছেন কাজটা কঠিন আমার দ্বারা হবে না তাহলে পরিস্থিতি ও কখনো বদলাবেনা এর পরিবর্তে আপনি যদি ভাবেন রাস্তা হওয়ার সম্ভাবনা আছে আপনি করতে পারবেন তবে অবশ্যই হবে নদীর ধারে গাছে দুটি পাখির সংসার ছিল একদিন তারা দুজনেই খাবারের সন্ধানে অনেকদূর এগিয়ে ছিল এদিকে তাদের ডিমগুলো তারা বাসায় রেখে গিয়েছিল যখন তারা দিনের শেষে খাবার নিয়ে ফিরে এলো তখন দেখল তাদের ডিমগুলো বাসায় নেই তখন তারা বুঝতে পারল নদীগুলো নিয়ে গেছে তখন রেগে গিয়ে তারা মোদীকে হুমকি দিল যদি তাদের টিমগুলো নদী পেরিয়ে না দেয় তবে তারা নদীকে শুকিয়ে দেবে কিন্তু তাদের কথায় কোনো হেলদোল ঘটল না সে ভাবল এই দুটো ছোট ছোট পাখি আমাকে কি আঘাত করবে ।



কিন্তু পাখি দুটি পিছু হটল না তারা পালিয়ে নিয়ে নে সৌদিতে ফেলতে লাগল তখন বাইরে বেরিয়ে যেতে থাকল তারপর হঠাৎ একটি পাখির ঝাঁক তাদের দিকে উড়ে এলো তারা জানতে চাইল তারা দুজন কেন এমন কাজ করছে তখন পাখি দুটি সমস্ত ঘটনা তাদের জানানো এবং বলল যদি তাদের ধারণা দেয় তবে তারা বালি ভরে ভরে নদীকে শুকিয়ে দেবে এই কথা শুনে হাসতে লাগল তারা বলল এত ছোট প্রাণী তোমরা নদীর কোন ক্ষতি করতে পারবে না কিন্তু দুটি মনে গভীর আত্মবিশ্বাস ছিল তারা ঠিকই করে রেখেছিল যাই হোক না কেন নদী থেকে তাদের নিয়েই ছাড়বে তখন তাদের নিয়ে মজা করতে লাগল তারা বলল যা হয়েছে ভুলে যাও কেননা এত বড় নদীর কোন ক্ষতি করতে পারবে না তখন ওই বাকি দুটো খুবই বিরক্ত হয়ে বলল যদি তোমরা আমাদের সাহায্য করতে পারো তবে করো তাহলে এখনই এখান থেকে চলে যাও কারণ তোমাদের এই দেখো আমাদের মন ছোট করবেন ।



নিজেদের প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আছে আমরা নদী থেকে আমাদের ডিম গুলো ফেরত নেব কিছুক্ষণ পর আরো অনেকগুলো পাখির ঝাঁক উঠতে উঠতে ওখানে এল এবং তারা কি করছে জিজ্ঞাসা করল তখন পাখি দুটি তাদের সব কথা জানাল সব কথা শুনে পাখিরা তাদের সাহায্য করতে এগিয়ে এলো যতই হোক পাখির জাতি সম্মানের ব্যাপার ধীরে ধীরে ওখানে কয়েক লক্ষ পাখি জড়ো হলো এবং সবাই মিলে ওই নদীতে বালি ফেলতে লাগল এবং নদীর জল বেরিয়ে যেতে লাগল তখন কেউ একজন প্রক্রিয়া কে খবর দিলো এবং বলল আপনি থাকা সত্ত্বেও আপনার প্রজাদের খুব কষ্ট আপনিই বিচার করুন তিনি জানতে পারলেন যে নদী একটি পাখি দম্পতির ডিম চুরি করেছে আড়ি পাখিরা সেই দিন ফিরে পেতে চাই কিন্তু নদী কোন কথাতে কান দেয়নি তাই সকলের কাছ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং তার সাহায্য প্রয়োজন এইসব কথা জানতে পক্ষীরাজ সাহায্য করতে রাজি হলেন ।



তিনি ওই জায়গায় পৌঁছালেন এবং মোদীকে হুমকি দেয়ার ফলে নদী খুব ভয় পেয়ে গেল এবং সে পাখি দুটোকে তাদের নিভিয়ে দিল এখন আপনারাই ভেবে দেখুন ওই দুটি ছোট ছোট পাখি কি শক্তি আর সামর্থ্য কিন্তু তাদের নিজের প্রতি আত্মবিশ্বাস ও বলছিল যে তারা অত বড় নদীর বিপক্ষে যেতে একটুও দ্বিধা করল না আর শুধু বিপক্ষে গেল তাই নয় তাদের যারা ব্যঙ্গ-বিদ্রুপ করেছিল মনোবল ভাঙতে চেয়েছিল তাদের কথা দে ওই দুটি পাখি যায়নি তারা বিশ্বাস করেছিল যে তাদের দ্বারা ফেরত পাব এই অনেকেই হয়তো বলবেন গল্পটা সত্যি না মিথ্যে কিন্তু তাতে কিছু এসে যায় গল্পের অন্তর্নিহিত অর্থ আর উদ্দেশ্যে আপনার জীবনে পরিবর্তন এনে দেবে তাই এর অর্থ বোঝার চেষ্টা করুন কারণ সেটাই বাস্তব যদি কোন ব্যক্তির আত্মবিশ্বাস গভীর হয় তার সমস্ত দুঃখ কিসের পিছনে ফেলে এগিয়ে যেতে পারবে বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে কখনো দুঃখের কাছে হার মানবে না দুঃখ যতই বড় হোক নিজের প্রতি আস্থা হারাবেন না ।

Post a Comment

0 Comments