সমস্যা আর কষ্টের মধ্যে থাকলে এটা একবার অবশ্যই শুনুন । Bangla Motivational Story By Success Window

একজন ব্যক্তির এক অদ্ভুত সমস্যা দেখা দিল সে নিজের পায়ের ছাপ কে সহ্য করতে পারছিল না সে চাইছিল যেন তার ছায়া তার পায়ের ছাপ তার পিছু ছেড়ে দেয় একদিন সকালে সে সিদ্ধান্ত নিল যে করেই হোক সেই ছায়ার পায়ের ছাপের হাত থেকে নিজেকে মুক্ত করবে যতক্ষণ না তার পিছু ছাড়ছে ততক্ষণ সে দৌড়াতে দৌড়াতে শুরু করলো আর পিছনে ফিরে দেখল যে তার পায়ের ছাপ ফেলেছে কিন্তু সে দেখতে পেলো ছাড়েনি এবার সে নিজের স্পিড বাড়িয়ে দিলো আর বেশ কিছুক্ষণ পরে ।



সে আবার দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে দেখল যে ছায়ার পায়ের ছাপ তার সঙ্গ ছেড়েছে কিনা সে দৌড়ে তাকে ফলো করছে রাস্তায় তৈরি হতে থাকে এভাবে দৌড়াতে দৌড়াতে একসময় একদম ক্লান্ত হয়ে গেল আর এক জায়গায় দাঁড়িয়ে পরল যেখানে দাঁড়িয়ে সে ক্লান্ত হয়ে জোরে জোরে নিশ্বাস নিচ্ছিল সে একজন বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছিল সে দেখে জিজ্ঞেস করলেন তার কি সমস্যা হয়েছে সেজন্য আমি নিজের ছায়ার পায়ের ছাপ থেকে ছাড়াতে চাই আর তাই জন্য আমি সকাল থেকে দূরে চলে সেগুলো একসময় অনেক পেছন থেকে যায় আর আমি দৌড়ে এগুলো থেকে পালিয়ে যেতে পারে ব্যক্তির কথা শুনে একটু হেসে তাকে বললেন তোমার পায়ের ছাপ থেকে মুক্তি পেতে চাও এটা তো খুবই সহজ একটা কাজ ।



কিন্তু কাজটা করার জন্য তুমি যা চয়েজ করেছ সেটা ভুল করল কিভাবে এটা সম্ভব রাস্তার মাঝখান থেকে হাত ধরে রাস্তার ধারে একটা বট গাছের ছায়ায় নিয়ে গেলেন নিয়ে বললেন এবার পিছন ফিরে দেখো তোমার ছায়া তোমার সঙ্গ ছেড়েছে কিনা পিছনে ফিরে দেখল তার নিজের ছায়াকে দেখতে পারছেনা এবার বললেন তুমি এক জায়গায় দাঁড়িয়ে দেখো নিজের পায়ের ছাপ সেই জায়গায় দেখতে পাচ্ছ কিনা ব্যক্তি নিজে তাকিয়ে দেখল সে সত্যি নিজের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন এবারে বৃদ্ধ মানুষটি ব্যক্তিটিকে বললেন নিজের ছায়ার পায়ের ছাপের থেকে দৌড়ে পালাতে চেষ্টা করবে ততই সেগুলো তোমাকে তারা করে বেড়াবে একমাত্র এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় নিজের পায়ের ছাপের থেকে মুক্তি পাওয়া সম্ভব আর অন্য কোন ছায়া সাথে নিজেকে মিশিয়ে ফেলতে পারলে তবেই নিজের ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব আমাদের জীবন এরকম হলো আমাদের দুঃখ-কষ্ট সমস্যা এবং পায়ের ছাপও আমাদের কষ্টদায়ক দিন আমরা যতই এগুলো থেকে পালানোর চেষ্টা করবো ।


আমাদের তাড়া করে বেড়াবে এগুলো থেকে পালানোর চেষ্টা করতাম আমার এক বন্ধু আমাকে বলেছিল যে কষ্টদায়ক অতীতের থেকে মুক্তি পেতে হলে আমাদের বর্তমানে বাঁচতে শিখতে হবে নিজেকে উপভোগ করতে শিখতে হবে আর দুঃখ কষ্ট এবং সমস্যার থেকে মুক্তি পেতে হলে আমাদের সহানুভূতিশীল হতে হবে দুঃখ কষ্ট ফিল কোরতে হবে যখন মনে হবে তখন সেই সব মানুষগুলোর দিকে তাকিয়ে দেখতে হবে যারা আমাদের আমাদের থেকেও বেশি কষ্টে আছে এগুলো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা হলো সবচেয়ে বড় বোকামির কাজ কারন এগুলোর কোনটাই আমাদের থেকে আলাদা নয় এগুলো আমাদের ই একটা অংশ তাই আপনার জীবনে যখন সমস্যা আসবে দুঃখ আসবে কিংবা কষ্ট দেয় আপনাকে তাড়া করে বেড়াবে তখন সেগুলো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা না করে একবার স্থির হয়ে দাঁড়িয়ে বর্তমানে আপনার কাছে যা আছে সেগুলো কে ভালোবাসতে চেষ্টা করুন সে গুলোকে উপভোগ করতে চেষ্টা করুন ।

Post a Comment

1 Comments

please not spaming!!!!!!